Runner Automobiles
Sea Pearl Beach Resort & SPA Ltd
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

অবশেষে বুঝলেন শাকিব


২৮ মার্চ ২০১৮ বুধবার, ০২:৪৯  এএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


অবশেষে বুঝলেন শাকিব

অবশেষে বোধোদয় হলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। এখন থেকে গল্পনির্ভর ছবিতে অভিনয়ের দিকে পূর্ণ মনোযোগ দেবেন তিনি। ফলে এখন থেকে ‘বস্তাপঁচা’ ছবিতে অভিনয় করছেন না তিনি। পাশাপাশি বছরে একটি বা দুটি ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় এ অভিনেতা। যেসব ছবিতে অভিনয় করবেন সেগুলোতে তার চরিত্র, গল্পের গভীরতা এবং সামগ্রিক বিষয়গুলো ভেবেই অভিনয় করবেন বলে জানিয়েছেন শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি মনে করি বছরে একটি বা দুটি ছবি মুক্তি পেলেই যথেষ্ট। এমনিতেই দেখা যায় ঈদ বা উৎসব ছাড়া আমার অভিনীত ছবি মুক্তি পায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করে কিছুদিন বিশ্রাম নেব। এরপর নতুন উদ্যমে নতুনভাবে ভালো গল্পের ছবিতে অভিনয় করব। কোনো ছবির প্রস্তাব এলে তাতে আমার চরিত্র নিয়ে ভাবব। গল্প শুনে বা পড়ে এর খুঁটিনাটি বিষয়ে অবগত হয়েই অভিনয়ে সায় দেব।’

এছাড়া এ অভিনেতা আরও বলেন, ‘যারা আমার কাছে গল্প নিয়ে আসেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন নকল গল্প নিয়ে না আসেন। এ ক্ষেত্রে তাদেরই সৎ থাকতে হবে। কারণ সব ছবির গল্প যে আমার জানা থাকবে তা নয়। অনেক সময় দেখা যায়, আমার কাছে যে গল্প এলো সেটা ভালো লাগায় অভিনয় করেছি। কিন্তু মুক্তির পর দেখা যায় সেটি কোথাও থেকে নকল করা হয়েছে। তখন দায়ভার বেশি কিন্তু ছবির নায়কের ওপরই পড়ে। সবাই নাম ধরে বলে ওমুক নায়ক নকল ছবিতে অভিনয় করেছেন। তাই গল্পের ক্ষেত্রে গল্পকারকে অবশ্যই সৎ থাকতে হবে। মৌলিক গল্পের প্রতি নজর দিতে হবে।’

শাকিব খানের হাতে এ মুহূর্তে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘মাস্ক’, ‘ভাইজান এলো রে’, ‘সুপার হিরো’, ‘অপারেশন অগ্নিপথ’ ছবিগুলো রয়েছে। এর মধ্যে প্রায় ছবিরই শুটিং শেষের পথে। পাশাপাশি অনেক আগে শুটিং শুরু করা ‘পাঙ্কু জামাই’য়ের শুটিংও শেষ করে দেবেন বলে জানান তিনি।

এছাড়াও মনতাজুর রহমান আকবরের একটি ছবির কিছু কাজ বাকি রয়েছে। পরিচালক যদি সিডিউল চূড়ান্ত করে আবার কাজ শুরু করতে চায়, সে ছবির কাজও শেষ করে দেবেন বলে জানান এ নায়ক। এরপর কিছুদিন বিশ্রাম নিয়েই নতুন পরিকল্পনায় কাজ শুরু করবেন শাকিব খান।

এদিকে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যদিও ছবিটি প্রথমে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশে যৌথ প্রযোজনা নীতিমালায় পরিবর্তন আসায় সেটি ভারতীয় প্রযোজনা সংস্থার নামেই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এরপর সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

সাফটা চুক্তির আওতায় ছবি মুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এটি রাষ্ট্রীয় চুক্তি। এটা নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের প্রক্রিয়া এখন নির্মাতা বা প্রযোজকদের জন্য কঠিন। তাই সাফটার দিকেই ঝুঁকছেন প্রযোজকরা। বিষয়টি নিয়ে চলচ্চিত্রের বিজ্ঞ যারা আছেন তারা কথা বলবেন।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: