VFS Thread IPO
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

‘রোমান্স’ করতে চান সুস্মিতা


২২ এপ্রিল ২০১৭ শনিবার, ০৯:৪৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


‘রোমান্স’ করতে চান সুস্মিতা

অনেকদিন হল বড় পর্দায় দেখা যায় না সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে। মনের মতো গল্প না পাওয়ার কারণেই ছবিতে আর অভিনয় করেন না।

প্রতিদিনই নতুন সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন। তবে সেখানে কোনো নতুনত্ব নেই। হয় কমেডি না হয় ভয়ের ছবির চিত্রনাট্য। কিন্তু সুস্মিতা অপেক্ষা করছেন রোমান্টিক সিনেমার গল্পের জন্য।

সম্প্রতি সুস্মিতা সাংবাদিকদের বলেন, আমি কমেডিও করেছি। আবার হরর ফিল্মেও অভিনয় করেছি। কিন্তু এবার আরও একটু পরিণত চরিত্র চাই। একটা রোমান্টিক ছবিতে চুটিয়ে রোমান্স করতে চাই।

সুস্মিতা মনে করেন, এই মুহূর্তে খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। নতুন প্রযোজকরা যেমন আসছেন, তেমনই স্টুডিওর মানও উন্নত হয়েছে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব ভালো।

কিন্তু মনের মতো চরিত্র না পেলে এখনই কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবেন না বলে জানালেন এই নায়িকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: