Indo-Bangla Pharmaceuticals Limited
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

রিজেন্ট ও তুংহাইয়ের অস্বাভাবিক দর বাড়ায় তদন্তে বিএসইসি


১৮ মে ২০১৭ বৃহস্পতিবার, ০৩:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


রিজেন্ট ও তুংহাইয়ের অস্বাভাবিক দর বাড়ায় তদন্তে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলস এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর তুংহাই নিটিংয়ের শেয়ারের দাম ছিল ১০ টাকা। এরপর থেকে প্রতিষ্ঠানটির শেয়ার দাম ক্রমগত বাড়তে থাকে। টানা দাম বাড়ায় গত ২২ জানুয়ারিতে তৃংহাই নিটিংয়ের শেয়ার দাম পৌঁছে যায় ১৬ টাকা ৬০ পয়সায়।

এরপর কিছুটা নিম্নমুখী হলেও ফেব্রুয়ারির শুরু থেকে আবারও ধারাবাহিকভাবে তুংহাই নিটিংয়ের শেয়ার দাম বাড়তে থাকে। গত ১৩ এপ্রিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম পৌঁছে যায় ১৯ টাকা ৪০ পয়সায়। পাঁচ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ৯৯ শতাংশ।

অপর প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দামও ধারাবাহিকভাবে বাড়তে থাকে নভেম্বর থেকে। ২১ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১২ টাকা ৭০ পয়সা। এরপর টানা বেড়ে ১৬ এপ্রিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম পৌঁছে যায় ৩৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ পাঁচ মাসে রিটেন্ট টেক্সটাইলের শেয়ার দাম বেড়েছে ১৮৬ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: