facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

দুই দিনে ১৩৫ কোটি টাকার শেয়ার বিক্রি বেক্সিমকোর


১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৮:২৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


দুই দিনে ১৩৫ কোটি টাকার শেয়ার বিক্রি বেক্সিমকোর

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটি ৬৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এর আগের দিন সোমবারও প্রায় ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ১ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৩০৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিএস লিমিটেড ৪৮ কোটি ৮৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি আজ ৮৪ লাখ ৯০ হাজার ৯৯৫টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাত ৪২ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোস ৩৬ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩৪ কোটি ১৯ লাখ ৮৬ হাজার টাকা, ইউনিক হোটেল ৩৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা, অলিম্পিক এক্সোসরিজ ৩১ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকা, ডেসকো লিমিটেড ৩১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার টাকা, কেয়া কসমেটিকস ৩০ কোটি ৭৪ লাখ ২৫ টাকা ও ডরিন পাওয়ার ২৯ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

***বেক্সিমকোর সর্বোচ্চ ৭০ কোটি টাকার শেয়ার বিক্রি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: