Indo-Bangla Pharmaceuticals Limited
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

একসঙ্গে ৯ হাজার সিনেমা হলে বাহূবলী-২


২৬ এপ্রিল ২০১৭ বুধবার, ০৩:৫৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


একসঙ্গে ৯ হাজার সিনেমা হলে বাহূবলী-২

ভারতসহ সাড়া বিশ্বে একসঙ্গে নয় হাজার সিনেমো হলে বাহুবলী-২ সিনেমা মুক্তি পাচ্ছে।

শুক্রবার এসএস রাজমৌলির এ সিনেমাটি মুক্তি পাবে। এর আগে কোনো ছবি একসঙ্গে এত সিনেমো হলে মুক্তি পায়নি। সিনেমার প্রচার মুখপাত্র বলিউড পরিচালক এ তথ্য জানান।

শুধুমাত্র ভারতে ৬ হাজার ৫০০ সিনেমো হলে একসঙ্গে মুক্তি পাবে এটি। যা এর আগে কখনও হয়নি।

সিনেমাটি একসঙ্গে হিন্দি, তেলেগু, তামিল ও ইংরেজী ভাষায় মুক্তি পাবে।   

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: