VFS Thread IPO
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা


১৮ মে ২০১৭ বৃহস্পতিবার, ০৯:২৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রী মমতা চৌধুরীর সামনে স্বামী অমিত নায়ারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অমিত (২৮) প্রকৌশলী ছিলেন।

বুধবার সকালে ভারতের জয়পুরে এ ঘটনা ঘটে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, একবছরের বেশি সময় আগে প্রেম করে বিয়ে করেছিলেন অমিত-মমতা। বিষয়টি মেনে নিতে পারেন মমতার মা-বাবা। প্রথমবারের মত বুধবার সকালে মমতার বাবা-মা তাদের জয়পুরের বাসায় আসেন বেড়াতে। এ সময় পরস্পরের সঙ্গে আলোচনা ও কুশল বিনিময় হয়। চলে চা পানের আড্ডাও। এর কিছুক্ষণ পর-পরই কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে আমিতকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে জন্য মমতা চৌধুরী তার বাবা-মাকেই দায়ী করেছেন।

মমতার অভিযোগে বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, মমতার মা-বাবা ভাড়াটে খুনি দিয়ে স্বামী অমিতকে খুন করিয়েছেন।

এ ঘটনার পরপরই মমতার বাবা-মা ওই বাসায় থেকে উধাও হয়েছেন। পুলিশ তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: