facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

৬ উপসর্গ অবহেলা করবেন না


১৬ নভেম্বর ২০১৬ বুধবার, ০৯:৩৩  পিএম

ডা. মোড়ল নজরুল ইসলাম

শেয়ার বিজনেস24.কম


৬ উপসর্গ অবহেলা করবেন না

প্রতিটি মানুষের কিছু শারীরিক সমস্যা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের সমস্যার প্রাথমিক লক্ষণসমূহ আমরা অনেকেই অবহেলা করে থাকি। বিশেষজ্ঞগণ বলছেন, অন্তত ৬টি উপসর্গ অবহেলা করা উচিত নয়।
 
এগুলো হচ্ছে, যদি আপনার হাত, পা অথবা হঠাৎ মুখে ব্যথা হয়। এটা অনেক ক্ষেত্রে স্ট্রোকের লক্ষণ হতে পারে। শুধু ব্যথা হলে হবে না যদি আপনার ঝিমঝিম লাগে, অস্বস্তি বোধ হয়। হঠাৎ চোখে ঝাপসা লাগে, তীব্র মাথাব্যথা হয়। সবকিছু এলোমেলো মনে হয়। এ ধরনের সমস্যায় গুরুত্ব দেওয়া উচিত।
 
এ ছাড়া বুকে ব্যথা বা চেস্ট পেইন, পায়ের হাঁটুর নীচে ফুলে যাওয়া ও ব্যথা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ও তীব্র ব্যথা হওয়া, বুকের মধ্যে শব্দ হওয়া ও শ্বাসকষ্ট হওয়া এবং সব সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়া। এই ৬টি সমস্যা শরীরের নানা জটিল রোগ ব্যাধির প্রাথমিক লক্ষণ। বিশেষজ্ঞদের মতে এসব সমস্যা হলে অবশ্যই কোনো চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: