facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

হজ পালনে বাড়লো খরচ


৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ১০:৪৬  এএম

শেয়ার বিজনেস24.কম


হজ পালনে বাড়লো খরচ

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের খরচ বাড়লো। এবার হজ পালনে প্যাকেজ-১-এ তিন লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২-এ তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে। গত বছরের তুলনায় প্যাকেজ-১-এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২-এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা। গত বছর প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ হয় তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। অন্যদিকে প্যাকেজ-২-এর মাধ্যমে খরচ হয় তিন লাখ চার হাজার ৯০৩ টাকা।

সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হজ প্যাকেজ, ১৪৩৮ হিজরি/২০১৭ খ্রিষ্টাব্দ’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।’

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজের ক্ষেত্রে কতগুলো আইটেমে খরচ নির্ধারণ করে দেওয়া হয়। এবার এ খরচ এক লাখ ৫৬ হাজার ৬৩৭ টাকা। গত বছর এ খরচ ছিল এক লাখ ৫৫ হাজার ৫৪১ টাকা।’

বেসরকারি ব্যবস্থাপনায় সরকার নির্ধারিত এ খরচের মধ্যে বিমান ভাড়াসহ সৌদি আরবের সরকারের বিভিন্ন ফি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলোকে মৌলিক খরচ বলা যায়। এর সঙ্গে সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্য বিষয়গুলো হজ এজেন্সি যোগ করবে।’

এবার হজ পালনে বিভিন্ন শর্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সব হজযাত্রীকে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) নিয়ে যেতে হবে। প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠাতে পারবে। এক ফ্লাইটে তিনটি মোয়াল্লেমের আওতাবহির্ভূত হজযাত্রী পাঠানো যাবে না। তিনটি এজেন্সির বেশি হজযাত্রীও এক ফ্লাইটে যেতে পারবে না।’

হজযাত্রীদের কোরবানির অর্থ সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) কুপন ক্রয়ের মাধ্যমে দিতে হবে। ব্যাংক পশু কুরবানির ব্যবস্থা করবে।

প্যাকেজের বাইরে কুরবানির জন্য আলাদা ৫০০ সৌদি রিয়াল নিয়ে যেতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এবার শুধু উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ মার্কিন ডলার। গত বছর এ খরচ ছিল এক হাজার ৪৫০ ডলার।’

চলতি বছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: