facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

সুদিনে ফিরেছে মিউচ্যুয়াল ফান্ড


১১ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৮:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


সুদিনে ফিরেছে মিউচ্যুয়াল ফান্ড

অনেকদিন পর দর বাড়ার ধারায় ফিরেছে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো। বুধবার ৩৫টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয় ৩৪টিতে। এতে ৩১টি মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

কার্যদিবস শেষে দেখা গেছে, বুধবার ২টি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। এর মধ্যে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ডে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডে দশমিক ৯৫ শতাংশ দর কমেছে।

কার্যদিবস শেষে টপটেন গেইনারে জায়গা করে নিয়েছে ৪টি মিউচ্যুয়াল ফান্ড।এর মধ্যে সবচেয়ে দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএসইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

এছাড়া ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৭০ শতাংশ ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: