facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

দেশে ৬২ হাজার কোটিপতি আমানতকারী


০৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৭:১৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


দেশে ৬২ হাজার কোটিপতি আমানতকারী

ব্যাংকিং খাতে কোটিপতি আমানতকারী এখন ৬২ হাজার ৩৮ জন। এদের মধ্যে ৭০২ জন ব্যক্তি অর্ধশতকোটি টাকারও বেশি পরিমাণ অর্থ আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে।

২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য নিয়ে তৈরি প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে ৫০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ জমা রাখার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১৪৪ জন ব্যক্তি। ২০১৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে ৫০ কোটি টাকার ওপরে আমানত রাখা ব্যাক্তি ছিলেন ৫৫৮ জন। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, এক বছরে ৪০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ জমা রাখার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৯২ জন ব্যক্তি। ২০১৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে ৪০ কোটি টাকার ওপরে আমানত রাখা ব্যাক্তি ছিলেন ১৮৫ জন। বর্তমানে এই সংখ্যা ২৭৭ জন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ১ কোটি টাকারও বেশি আমানত রাখা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৩ হাজার ৮৭২ জন। ২০১৫ সালের সেপ্টেম্বর শেষে ১ কোটি টাকার বেশি কিন্তু ৫ কোটি টাকার কম আমানত রাখা ব্যক্তির সংখ্যা ছিল ৪৫ হাজার ২৫ জন। ২০১৬ সালের সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ৪৮ হাজার ৮৯৭ জন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ ৮ লাখ ৬১ হাজার ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশই কোটিপতিদের রাখা আমানত।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩৫ কোটি টাকার বেশি আমানত রেখেছেন এমন ব্যক্তির সংখ্যা ১৫৮ জন। ৩০ কোটি টাকার বেশি আমানতকারী রয়েছেন ২৫৩ জন। ২৫ কোটি টাকার ওপরে আমানতকারীর সংখ্যা ৪০০ জন। ২০ কোটি টাকার ওপরে রয়েছে ৭০১ জন গ্রাহকের। ১৫ কোটি টাকার বেশি রয়েছে ১ হাজার ১২৩ জনের। ১০ কোটি টাকার ওপরে আমানত রেখেছেন ২ হাজার ২৫৩ জন। আর ৫ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৭ হাজার ২৭৪ জন।

এক পরিসংখ্যানে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিলেন মাত্র পাঁচজন। ১৯৭৫ সালের ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৭ জনে। জিয়াউর রহমান সরকারের আমলে (ডিসেম্বর ১৯৮০) এ সংখ্যা দাঁড়ায় ৯৮ জনে। এরশাদ সরকারের পতনের সময় ১৯৯০ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪৩ জনে।

ধারাবাহিকতায় ১৯৯৬ সালের জুনে কোটিপতির সংখ্যা ছিল ২ হাজার ৫৯৪ জন। ২০০১ সালের সেপ্টেম্বর শেষে এই সংখ্যা বেড়ে হয় ৫ হাজার ১৬২ জন। মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে ২ বছরের তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭-০৮) ৫ হাজার ১১৪ জন ছিলেন কোটিপতি। এরও আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে (অক্টোবর ২০০১-ডিসেম্বর ২০০৬) কোটিপতির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮৭ জন।

২০০৮ সালে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক কোটি টাকার ওপরে হিসাব ছিল ১৯ হাজার ১৬৩টি। ২০০৯ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ২৩ হাজার ১৩০। ২০১০ সালের ৩১ ডিসেম্বর শেষে দেশে কোটিপতির সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫৩৭ জনে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ