facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

এক মাছের দাম ৫ কোটি টাকা!


০৭ জানুয়ারি ২০১৭ শনিবার, ০৭:২৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


এক মাছের দাম ৫ কোটি টাকা!

অবিশ্বাস্য হলেও সত্য জাপানে একটি টুনা মাছের দাম পড়েছে প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার বছরের শুরুতে টোকিওর ‘সুকিজি’ মৎস্য আড়তে বসা প্রথম বাজারে ২১২ কেজি ওজনের এ মাছ বিক্রি করা হয়।

১৯৯৯ সালের পর এটি দ্বিতীয় বৃহৎ মূল্যের মাছ বলে স্থানীয় মৎসজীবীদের দাবি।

এ সুকিজি আড়তে প্রতি বছর জাপানিদের প্রিয় টুনা মাছ বিক্রির জন্য উন্মুক্ত বাজার বসে। যে কেউ মাছের দাম হাকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে তা কিনে নিতে পারে।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে প্রথম দফায় প্রায় সাড়ে ৫ মণ ওজনের ওই টুনা মাছের দাম উঠে ৭ কোটি ২২ লাখ জাপানি মুদ্রা বা ৬ লাখ ৩৬ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।

দেশটির আমোরি প্রদেশের ওমা সমুদ্র বন্দরে এ বিশাল আকৃতির মাছ ধরা পড়ে।

কিয়োশি কিমুরা নামের জাপানি সুসি বিক্রেতা মাছটি কেনেন। তিনি বলেন, যদিও দাম অনেক বেশি তবে আমি খুব খুশি মাছটি কিনতে পেরে।

জাপানজুড়ে তার ৫১ টি সুসি দোকান রয়েছে। আর এ দোকানগুলোতে প্রতি সুসির মূল্য পড়বে প্রায় দশ হাজার জাপানি মূদ্রা।

কিয়োশি কিমুরা এমনই একজন মানুষ যিনি টানা ষষ্ঠবারের মতো এই সুকিজি বাজারে সর্বোচ্চ মূল্যের টুনা মাছ কিনলেন।

ওদিকে, বরাবরই এ টুনা মাছের আড়ত ডিসেম্বরে শুরু হলেও এবার বাজার স্থানান্তরের নোটিশের কারণে সময় কিছুটা পিছিয়েছে বলে ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রস্তাবিত ঘোষণা অনুযায়ী, টুনা মাছের আড়তটি তইসো জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে পরে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে টোকিও গর্ভনর ইউরিকো কোইকে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, এ বছরের শেষের দিকে বাজার স্থানান্তর করা হবে। আর এর মধ্যে দিয়ে ১৯৩৫ সাল থেকে চলে আসা সুকিজি বাজারের ইতি ঘটবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: