facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

ঊর্ধ্বমুখী শেয়ারবাজার


০২ আগস্ট ২০২০ রবিবার, ১২:৪২  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সমাপ্ত সপ্তাহে উত্থানে শেষ হয়েছে শেয়ারাবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ৮০ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে দুই শেয়ারবাজারে বাজার মূলধন ১৪ হাজার ৬০৮ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকা বেড়েছে।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৩৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫৭৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৯৫ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ২৫৪ টাকা বা ৮০.৪৬ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩৭ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৩২২ টাকার ।

 

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭১৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ২৪৭ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৮৬৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৯৯ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৮৫১ টাকা বেশি হয়েছে।

 

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৭৩২ কোটি ৭৬ লাখ ১ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ১৭ হাজার ৫২৮ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৮ হাজার ২০৪ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বা ২.৫৮ শতাংশ বেড়েছে।

 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩.৪৯ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২১৪.৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০.০৮ পয়েন্ট বা ৩.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৬.০৫ পয়েন্ট বা ৩.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৬.৫০ পয়েন্টে এবং ১৪২০.৬৫ পয়েন্টে।

 

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৫টির বা ৫৭.১০ শতাংশের, কমেছে ৩৪টির বা ৯.৪৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১২০টির বা ৩৩.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৭২৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০ কোটি ১২ লাখ ৫০ হাজার ১৪১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৮৩ টাকা বা ৬৮.১৯ শতাংশ বেড়েছে।

 

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪.৮৩ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫৭.০৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০৫.৫১ পয়েন্ট বা ২.৯১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৩৮.৪১ পয়েন্ট বা ৩.৩৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০.৪৯ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ এবং সিএসআই ২৫.৬৩ পয়েন্ট বা ২.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭ হাজার ২৫০.১৫ পয়েন্টে, ১০ হাজার ৩৮৯.২৯ পয়েন্টে, ৮৫৭.৮২ পয়েন্টে এবং ৭৭৭.২৯ পয়েন্টে।

 

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৫০.৫০ শতাংশের দর বেড়েছে, ৩০টির বা ১০.১০ শতাংশের কমেছে এবং ১১৭টির বা ৩৯.৩৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

সপ্তাহটিতে সিএসইর বাজার মূলধন ৬ হাজার ৪০৩ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা বা ২.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৭৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকায়। আগের সপ্তাহে সিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৫০ হাজার ৮৭২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: