facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড ভালো?


২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৮:৪৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড ভালো?

অ্যান্ড্রয়েড নাকি আইওএস—কোন ঘরানার স্মার্টফোন ভালো? অনেক মত পাওয়া যাবে। কেউ বলবেন আইওএস, কেউ অ্যান্ড্রয়েড। তবে নতুন এক জরিপের প্রতিবেদনে ভিন্ন এক দিক তুলে ধরা হয়েছে। আর তা হলো সফটওয়্যার নিয়ে সমস্যায় অ্যাপলের আইওএসের তুলনায় গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো।

ব্লাঙ্কো টেকনোলজি গ্রুপ (বিটিজি) নামের প্রযুক্তি প্রতিষ্ঠান এই জরিপ চালিয়েছে। তাতে দেখা যায়, আইওএস অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৬২ শতাংশ সফটওয়্যারজনিত সমস্যার মুখোমুখি হয়েছেন। যেখানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে ৪৭ শতাংশ বলেছেন যে তাঁরা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

যন্ত্রের ক্ষেত্রে আইফোন ও আইপ্যাডের সবচেয়ে বড় সমস্যা ছিল মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়া। অন্যদিকে অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রগুলো ইউএসবি পোর্ট এবং নেটওয়ার্ক সংকেতের দিক থেকে সমস্যার সম্মুখীন হয়েছে।

বিটিজি স্মার্টফোন অপারেটিং সিস্টেমের অ্যাপ নির্ভরযোগ্যতার ওপর নিয়মিত পরীক্ষা চালিয়ে থাকে। প্রতিষ্ঠানটি প্রতি প্রান্তিকে এই নিরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ